"শারদ সৃজনী সম্মান" বিগত ২০১৩ সাল থেকে সার্বজনীন পূজার প্রচারকে সম্মান জানিয়ে এসেছে | এই সম্মান প্রচারের উৎকর্ষতাকে বৃদ্ধি করার লক্ষে প্রদান করা হয়ে থাকে এবং বিগত বছরগুলিতে এই সম্মানে যাঁরা ভূষিত হয়েছেন তাঁরা প্রত্যেকে তাঁদের সৃষ্টিশীল সৃজনশীলতাকে আপনাদের সকলের সামনে তুলে ধরেছেন অত্যন্ত রুচিশীল ভাবে এবিষয়ে কোনো সন্দেহ নেই |
এতদিন পর্যন্ত শারদ সৃজনী সম্মানে মূলতঃ যে বিভাগগুলি ছিল সেগুলি হলো, শারদ সৃজনী রেখা, শারদ সৃজনী বার্তা, শারদ সৃজনী ভাবনা, শারদ সৃজনী সমাজবন্ধু, শারদ সৃজনী শিরোমণি | আরও দুটি বিভাগ এই সম্মানের অন্তর্ভুক্ত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত | আরও যে দুটি বিভাগ এই সম্মানের অন্তর্ভুক্ত হয়েছে সেই দুটি হলো, শারদ সৃজনী চিত্রলেখন শিল্পী (Graphic Designer), শারদ সৃজনী বনেদিয়ানায় সেরা (শুধুমাত্র বনেদি বাড়ির প্রচার সম্মান) |
আমাদের দৃঢ় বিশ্বাস আমরা যখন ধীরে ধীরে আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসছি সেই সময়ে আমাদের এই পদক্ষেপ আপনারা সকলে সাদরে গ্রহণ করবেন | আপনাদের সকলের শুভেচ্ছা ও অভিনন্দনকে পাথেয় করেই আমাদের আগামীর পথচলা সুগম হবে এই আশা রাখি |